বৈসাবি উৎসবে মেতেছে পাহাড়ের ক্ষুদ্র-নৃ-জনগোষ্ঠীরা। বাংলা বর্ষবরণ ও বর্ষবিদায় উৎসবকে পাহাড়ের সম্প্রদায়েরা ভিন্ন নামে পালন করে আসছে বহুকাল ধরে। মারমা ভাষায় সাংগ্রাইং, ত্রিপুরা ভাষায় বৈসু, তঞ্চঙ্গ্যা ভাষায় বিষু এবং চাকমা ভাষায় বিজুর সংক্ষেপিত রূপ হচ্ছে বৈসাবি। পাহাড়ি চার সম্প্রদায়ের প্রধান...